Tuesday, August 30, 2016

একজন মেয়ে

একজন মেয়ে

যে মেয়েটা ঘামের দূর্গন্ধ শুনলে বমি
করে দিত সেই
মেয়েটাই এখন দরজার ওপাশে দাড়িয়ে
থাকে কারো
গায়ের ঘামে ভিজা শার্টটা বারান্দায়
নিয়ে শুকাতে দেয়..
.
যে মেয়েটাকে বিয়ের আগে কেউ
খাইয়ে না দিলে
খেতে চাইতনা সেই মেয়েটাই এখন কারো
জন্য খাবার
বেড়ে বসে থাকে কারণ প্রিয় মানুষটার
মুখে খাবার না
দিয়ে খাবার পেটে যায়না।
.
যে মেয়েটার ঘর সবসময় অগুছালো
থাকতো
সেই মেয়েটি এখন পুরো একটা পরিবার
গুছায়
ঘরের প্রতিটি কোণায় কোণায় তার
পদার্পন কারন সে
এখন মেয়ে নয় কারো ঘরের বউ।
.
যে মেয়েটার ঘুম ভাঙ্গার জন্য মা
প্রতিদিন বকা দিত
সেই মেয়েটিই এখন বাড়ির সবাইকে
ডেকে তুলে কারণ
এই বাড়িতে তাকে সবার আগে ওঠতে হয়.
.
যে মেয়েটা বাচ্চাদের পায়খানা
দেখলে দশ হাত দুরে
থাকতো সেই মেয়েটিই এখন ন্যাপকিন
নিয়ে বাবুর
পিছনে দৌড়ায় কারণ সে এখন একজন মা।
.
যে মেয়েটা হাঁস মুরগীর বিষ্ঠা দেখলে
একসময় নাক
ছিটকাতো সেই মেয়েটি এখন তলপ্রদেশে
হাত দিয়ে
দেখে ডিম আছে কিনা
কারণ ছোট্ট সোনামণিটা যে ডিম খেতে
বড্ড
ভালবাসে।
.
যে মেয়েটা কখনো রান্নাঘরে ওকি
দিয়েও দেখেনি
সেই মেয়েটাই এখন রান্নাঘরের শ্রেষ্ঠ
রাধুনী যার
হাতের রান্না না খেলে পরিবারের
কারোর তৃপ্তির ডেকুর
ওঠেনা।
.
যে মেয়েটা একসময় প্রচুর হাতখরচ করতো
বাবার কাছে
এইটা সেইটার বায়না ধরতো সেই মেয়েটা
এখন অনেক
কৃপন হয়ে গেছে কারন সে বুঝতে শিখেছে
তারও এখন
একটা সংসার আছে।
.
এই মেয়েগুলো আর কেউ না আপনার আমার
মা, মেয়ে,
বোন, আবার কারো সহধর্মীনিও
আসলে মেয়েগুলো জন্মগতভাবেই
পরিবর্তনশীল হয়
বাপের সংসার থেকে স্বামীর সংসার
এরই মধ্যেই
তাদের জগতসংসার ।
.
মেয়েগুলোকে ভালোবাসতে শিখুন তারা
যতোই খারাপ হোক না কেনো তারাই
কিন্তুু আপনার জীবেনর সবকিছু..
জন্ম হতে মৃত্যু পর্যন্তই কোনো না কোনো
মেয়েই আপনার পাশে থাকবে আপনাকে
সাহায্য করার জন্য....
জন্মতে মা এর আদর...
তারপর বোনের আদর....
তারপর কোনো মেয়েকে
ভালোবাসলেন....
তারপর বিয়ে করলেন.....
তারপর কোনো মেয়েই আপনার বউ হলো...
তারপর আবার আপনার মেয়ে হলো...
হয়ত বৃদ্ধ বয়সে আপনার বউ আগেও মারা
যেতে পারে..
তখন আপনার মেয়েরাই হয়ত দেখাশুনা
করবে....
তাহলে কেনো সেই মেয়েদেরকে আপনি
খারাপ বলবেন..
মেয়েদেরকে আপনি বুঝান আপনি পারেন
তাদের বুঝাতে..কারন মেয়েরা একমাত্র
আপনার শাসন কে ভয় পায়....

No comments:

Post a Comment