Tuesday, February 14, 2017

গল্প: "জয়ী"

গল্প: "জয়ী"

লেখক #Mahedi_hasan

>>>>রহিম মিয়া পেশায় রিক্সা চালক,পরিবারে আছে
স্ত্রী এক ছেলে,এক মেয়ে ছেলেটার বয়স
দুই বছরের একটু বেশি,মেয়েটার ৬মাস,,,,,,,,
৩/৪ দিন ধরে চোঁখে খুব সমস্যা দেখা
দিয়েছে রহিমের,অনেক আগে একবার আঘাত
লেগেছিলো তার চোঁখে,তার পর ডাক্তার
অপারেশন করাতে বলছিলো,নাহলে চোঁখ নস্ট
ও হয়ে যেতে পারে সে কথা ও বলে
দিয়েছিলো,,,,কিন্তু ২/৩ দিন চোঁখে প্রচুর
যন্তনা চোঁখ মেলে তাকাতে পারছে না সে,এই
অবস্তায় রহিমের রিক্সা চালানো অসম্ভব,তাই
যেতে পারছে না,তার আয়েই সংসার চলে,প্রতিদিন
যা আয় করে তা দিয়ে কোন রকমে চলে যায়
তাদের সংসার,কিন্তু আজ ২/৩ দিন তাদের ঘরে
কোন রান্না হয়নি,হবেই বা কি করে যার আয়ে
সংসার চলে সেই তো বিছানায় পরে ধুকছে,খুব
চিন্তায় পড়ে গেলো মিতা (রহিমের স্ত্রী) কি
করবে সে অসুস্থ স্বামীর চিকিৎসা করানো
তো দূরের কথা কিভাবে সন্তানদের মুখে খাবার
তুলে দিবে সে তাইই ভেবে পারছে না,দুদিন
ধরে কিছুই পেটে পড়েনি ছেলে
মেয়ের,খিদেতে কাঁদছে ছেলে
মেয়ে,ছেলে মেয়ের কাঁন্না দেখে নিজেও
কাঁদছে মিতা আর ভাবছে কি করবে,,,,,,!!
আশে পাসে চেনা জানা সবার কাছেই গেলো
মিতা,এই বিপদে কেউ পাশে এসে দাঁড়াইনি
তাদের,,,,,""
অনেক কস্টে একটা বাসায় বুয়ার কাজ পেলো মিতা,
প্রতিদিন কিছু টাকা দিবে বলে কাজ শুরু করলে ও
সেখানে কাজ করতে পারল না মিতা,মিতা মধ্যবয়সী
দেখতে মোটামুটি ভালোই তাই তার উপর বদনজর
পড়ে বাড়ির সাহেবের আর তাতেই সে কাজ
ছেরে দেই,,,,,,,,,,
ওদিকে রহিমের অবস্তা দিন দিন খারাপের দিকে,কিছু
একটা করতেই হবে,ছেলে মেয়ের মুখের
দিকে ও তাকানো যাচ্ছে না, এইটুকু মানুষ ওরা না
খেয়ে এই ভাবে আর কতো,,,,""
এদিকে আজ বাড়ীওয়ালা এসেছিলো এমাসের ভাড়া
বাকি ৩/৪ দিন সময় দিয়েছে না হলে বাসা থেকে
নামিয়ে দিবে,,,,,,,
কথা গুলা ভাবছে আর কাঁদছে মিতা, কি বা করার আছে
তার এই কদিন অনেক যায়গা ঘুরেছে চেস্টা
করেছে সব ভাবেই,কিছু টাকা যোগার করার,কিন্তু
কোথা ও কোন উপায় হয়নি, হবেই বা কিভাবে
যেখানেই গেছে সেখানেই কিছু অমানুষ কাছে
চেয়েছে তাকে,পেতে চেয়েছে তার
শরীলটাকে,,,,,,,,
কিন্তু এগুলা মিতার পক্ষে সম্ভব না,,,,,,,,,
--------""""
রহিমের চোঁখ অপারেশন হয়েছে এখন সে
সুস্থ,রহিম আর মিতার ছেলে মেয়ে ও এখন
পেট ভরে খেতে পারছে, ভালো কাপর
চোপর ও পড়ছে,বাড়ীওয়ালা ও আর এখন টাকার
জন্য আসে না তার সব টাকা শোধ,,,,,,,,,,,
আর এই সব কিছুই হয়েছে মিতার জন্য,, না সে
খারাপ পথে যায়নি,পুরুষদের কাছে তার দেহ ও বিক্রি
করেনি,,,,,,,,,,
সে তার নিজের একটা কিডনি বিক্রি করে
দিয়েছে,নিজে নিজেকে শেষ করে দিতে
পারে তবু ও নস্ট হবে না,অপবিত্র হবে না নিজে,
আর স্বামী সন্তানদের কে ও ভালো
রাখবে,,,,,,,<<<<

No comments:

Post a Comment