Saturday, November 5, 2016

অভিমানী বউ

অভিমানী বউ
^
^
লেখা Ahasan Rafi
°
=এ্যাই ছাদে চলো,বৃষ্টি হচ্ছে
ভিজবো(আরফিনা)
=উফফ কি শুরু করলা এটা,আজ একটু
ছুটি পেয়েছি তাও এভাবে দৌড়
করাচ্ছো(আমি)
আসল কথা খুব অলস লাগছিলো
=তুমি যাবা কি যাবা না?
=না,আজ ভিজবো না,তুমিও ভিজোনা
জ্বর আসবে(দেখি পাগলিটার
চোখে পানি টলমল
করছে,আসলে অ রাগলে খুব
ভালো লাগে)
=থাকো তুমি
(রাগ করে চলে গেলো
পাগলীটা)
জানি ছাদে গিয়ে ভিজবে আর
কাঁদবেও,তাই পিছু পিছু গেলাম
দেখি অ ছাদের মাঝ খানে নিথড়
দাড়িয়ে আছে
পেছন থেকে জড়িয়ে ধরলাম
দেখি নাহ,খুব রেগে আছে
আমার থেকে একটু দুরে গিয়ে
দাড়ালো
»এখন উপায়?
এইতো পাইছি,সামনে গিয়ে কান
ধরে বসে পরলাম
তাতেও কাজ হলো না
অন্য দিকে ঘুরে দাড়াল
»ছাদের টবে দেখি একটা সাদা
গোলাপ
এইতো পেয়ে গেছি,এবার কাজ
হতে পারে
ফুলটা আরফিনার আড়ালেই ছিড়লাম
সামনে গিয়ে হাটু গেড়ে বসে
ফুলটা এগিয়ে দিলাম
মাতাল হাওয়া আর বৃষ্টি যেন আমাদের
দেখে মজা নিচ্ছে,খুব জোর বৃষ্টি
হচ্ছে
»পাগলিটারো দেখি ঠুট বাঁকানো
কিনচিৎ হাশি
এবার আরফিনা আমার হাত থেকে
ফুলটা নিলো
জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে আর
বলছে কেন আমাকে বুঝতে
চাওনা?
আমিতো বেশি কিছু চাইনা
শুধু ভালোভাসা মাখানো কিছু মুহুর্ত চাই
°
{হয়তো কারো কাছে এটুকুই মহা
মূল্যবান}

No comments:

Post a Comment