Saturday, November 5, 2016

right thing about love

right thing about love

সে যখন চোখ বন্ধ করে থাকবে তুমি তখন
তার দিকে তাকাবে। যখন সে চুপ করে বসে
থাকবে তুমি কান খাড়া করে কিছু শোনার
চেষ্টা করবে। সোজা কথা, তোমাকে তার
অন্তরের সুরঙ্গপথে প্রবেশ করতে হবে।
কাজটি কঠিন। গুগল ম্যাপে অন্তরের কোন
মানচিত্র নেই।
একটা মানুষ বাইরে থেকে কতটা ভাল কাজ
করছে, কতটা সুন্দর করে গুছিয়ে কথা বলছে,
দেখা মাত্রই চট করে মানুষটাকে
আইডেন্টিটি করবে না। প্রতারকরা সব
সময়ই মিষ্টিভাষী হয়। গোলাপ ফুল দিয়ে
কাছে এনে জোর করে কনডম লাগানোর
ইতিহাস লাখ লাখ।
আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ডশ এর
বাসায় এসে এক মহিলা অবাক হয়ে বললেন
''আপনার ঘরে দেখছি একটাও ফুলদানি নেই।
আমি ভেবেছিলাম, আপনি এত বড় একজন
লেখক; আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন।
তাই আপনার বাসায় ফুলদানিতে বাগানের
তাজা, সুন্দর ফুল শোভা পাবে।’
বার্নার্ডশ এর জবাব ছিল '‘ আমি বাচ্চা
ছেলেমেয়েদেরকেও ভালোবাসি। তার অর্থ
এই নয় যে, আমি তাদের মাথা কেটে নিয়ে
এসে ঘরে সাজিয়ে রাখব।''
পার্থক্যটা এখানেই...
যে মানুষ পয়সা খরচ করে তাজা ফুল এনে
ঘরের ফুলদানিতে রেখে পাপড়ির বিন্দু
থেকে প্রতিটি ঘ্রাণ শুকে শুকে উপভোগ
করে ; সে ভালোবাসে ফুলের দেহ এবং
বার্নার্ডশ ভালোবাসে অন্তর !
সারা পৃথিবী চলছে এই দেহ তত্বে।
কোম্পানির মালিক যখন প্রোডাক্ট এর মান
যাই হোক না কেন উপরের আবরণটা
আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত থাকে; তখনও
আমি আতংক বোধ করি না। প্রোডাক্টের
উপর রাগ করে কী হবে ? মানুষ গুলো সব একে
একে প্রোডাক্ট হয়ে যাচ্ছে !! উপর দিয়ে
পরিপাটি। ভেতরে চার গিট্রূ।
ছেলেরা সাধারণত ভুল মেয়েদের ফাঁদে
পড়ে। দুদিন পর যার সৌন্দর্য ধুয়ে পানি
খেতেও ইচ্ছে করে না। মেয়েরা সাধারণত
ভুল পুরুষের প্রেমে পড়ে। যে তাকে বীর্য
ছাড়া আর কিছুই দিতে পারে না।

No comments:

Post a Comment