Thursday, July 21, 2016

"!ভালবাসার আরেক টি ধাপ!"

"!ভালবাসার আরেক টি ধাপ!"

- এইযে মিস. রাহুল। (তিথী)
- ওই নাক বুচি অামাকে মিস বললি কেন?? (অামি)
- তুই তো মেয়ে তাই।
- অার তুই তো ছেলে তাই না??
- হুমম। তুই মেয়ে বলে সারা দিন ঘরে বসে
থাকিস। অার অামি ছেলে বলে তোদের বাসা
পর্যন্ত চলে এলাম তোকে দাখার জন্য।
- অাজাইরা বকিস না।
- ওই অাজাইরা কিরে??
- ওই সারা দিন তো ঘরের মধ্যে বসে থাকস
মেয়েটা অাসছে তার সাথে ভালো ভাবেবে
কথা না বললে এরকম করছিস কেনো??? (মা)
কিছু না বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে
এলাম। খুদা লাগছে, এগারোটা বাজে পেটে কিছু
নেই।
এর মধ্যে প্রিয় শত্রু এসে হাজির।
ও এই শত্রুটা মানে শত্রু না সারাখন অামার পিছে
লেগে তো তাই বিরক্ত হয়ে শত্রু ডাকি। নাম
কিন্তু তিথী। অামার মায়ের বড় চাচার নাতনি অারকি
(বাকিটা বুইঝা লন)। বাসাটা অামাদের কাছে তাই প্রায়
সময় এখানে অাসে অার অামার জন্য নিয়ে অাসে
এক বস্তা বকা খাওয়ার সুযোগ। পড়ে অামার সাথে
একই ভার্সিটি তে। শত্রুটাকে খুব ভালোও লাগে।
- মা খেতে দাও খুদা পেয়েছে।
- কি লাট সাহেব এখনো খায়নি???
- দয়া অাপনি অামার পিছে লাগবেন না।
- কেন সাহেব।
- তুই গেলি নাকি মারই খাবি??
- সাহস থাকে তো মার।
- কি ডাকাত রে তুই। অামাকে ভয় দেখাস!!
-হুমম ডাকাতনি।
- তোরা কি সারাদিন জগড়া করবি?? (মা)
- এই জগড়াটে অাসার পর থেকে অামার পিছে
লেগে অাছে।(অামি)
- তুই চুপ থাক।
- ওমাগো কাকে কি বলি??
- দূর হ এখান থেকে।
এই শাঁকচুন্নি কে একেবারে মাথায় তুলে
রেখেছে। সবাই ওর পক্ষে কিছু বলা যায় না।
নাস্তা করতে বসলাম টেবিলে এসে হাজির।
- এই অামাকে একটু ঘুরতে নিয়ে যাবি?? (তিথী)
- তুই তো ছেলে তোকে কেন নিয়ে যাওয়া
লাগে।
- অারে দূরর
- তোর বয়ফ্রেন্ড কে বলতে পারস না।
- অান্টি দেখ অামাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না।
- ওরে তুই কি অান্টি ছাড়া কিছু বুঝসনা।
- হিহিহি না। নাহলে তো তোর কাছ থেকে কিছু
অাদায় করা যায় না।
- না জানি কখন অান্টিকে বলবে অামি তোমার
ছেলে বিয়ে করবো। (বিড়বিড় করে বলাম)
- কিছু বললি??
- না কিছু না।
- নিয়ে যাবি তো
- না পারবো না
- অান্টি.... (মুখটা চেপে ধরলাম)
- নিয়ে যাবো নিয়ে যাবো।
মাকে বললে যেতে তো হবেই সাথে বকা ও
খেতে হবে। তারচেয়ে চেপে যাওয়া ভালো।
- অামার কাছে টাকা নাই তুই টাকা দিলে যাবো নইলে
না।
- অামি কেন টাকা দিবো। তুই নিয়ে যাবি তুই খরচ
করবি
- অামার কাছে নোই বুঝতে চেষ্টা কর।
- অান্টি...
- ওরে খোদা তুমি অামাকে উঠাই নাও না ক্যান।
- তোর সাথে অামারেও উঠাই নেক।
- তোর জ্বালায় অার বাঁচবোনা
- মরবিও না
কোনো কথাই কাজ হচ্ছে না। তাকে নিয়ে
যেতেই হবে অাজ। ছাড়াছাড়ি নেই মনে হচ্ছে।
- বিকালে যাবো।
- এইতো বাবু পথে এসেছে।
- চুপ থাক।
- রাগ করেনা সোনা।
- অাহা কত দরদ
- তোমার জন্য দরদ করবো নাতো কার জন্য
করবো। হাজার হলেও অাজ ঘুরতে নিয়ে যাবে।
- যত জ্বলা অামার।
- মাত্র শুরু।
- অারো বাকী?? তোর বিয়ে টিয়ে হবে না
নাকি??
- হবে তো ।
- অামাকে ছেড়ে তোর জামাই কে জ্বালা যা।
- তার কাছেই তো অাছি (একদম অাস্তে করে)
- কিছু বললি??
- না কিছু না।
দুপুরে খাওয়া খেয়ে ঘুমালাম। তিথী তখন মায়ের
সাথে কথা বলছে।
কী এত কথা বলে বিছু বুঝি না। অাবার কিছুখন পর পর
হেসে ওঠে। যাকগে ঘুম দিলাম একটা।
- ওই ওঠ
- হুমম
- ওঠ বলছি
- কি হইছে??
- তুই না অামাকে ঘুরতে নিয়ে যাচ্ছিস।
- অারে পারবোনা ঘুমাতে দে।
- কি পারবিনা (মা)
- ওমা তুমি????
- মেয়েটা তোর সাথে যাওয়ার জন্য এত খন
অপেক্ষা করছে এখন ঘুমাচ্ছিস। অার এখন বলছিস
নিয়ে যেতে পারিনা। (ধমক দিয়ে)
- নিয়ে যাবো তো দয়া করে অার চিৎকার করো
না ভয় লাগে।
- যা তাড়াতাড়ি
তাড়াতাড়ি রেড়ি হয়ে বের হয়ে পড়লাম।
- কোথায় যাবি??
- একটু অাদর করে বলো না গো
- ওমাগো অাপনার অাবার কি হলো।
- তোমার সাথে ঘুরতে যাচ্ছি। কেউ দেখলে
ভাববে প্রেমিক প্রেমিকা। সে ভাবে একটু
ব্যবহার করলে সমস্যা কোথায়।
- কেউ ভাবলে অামার কি?? তুই কি অামার প্রেমিকা??
- হলে কি সমস্যা??
- তোর মত মেয়ে কে প্রেমিকা??
অামার মাথায় ভূত চাপছে?? এমনিতে অবস্থা খারাপ
করে দিস।
- অামি কি খুব খারাপ?? (কান্না ভাব)
মনে হচ্ছে কান্না করে দিবে। মন খারাপ হয়ে
গেলো অামার।
- একটা কথা বলতো, তুই অামাকে ভালোবাসিস??
- নিচের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লো।
অামিওতো বাসি কিন্তু তাকে এত কষ্ট দিতে ভালো
লাগবেনা। তার হাত টা ধরলাম।
- অাচ্ছা তোমার সাাথে ঘুরতে যাচ্ছি প্রেমিক
প্রেমিকা মত ব্যবহার করলে সমস্যা কোথায়।
- হ্যা সমস্যা। বৌর মত ব্যবহার করতে হবে।
- রাজি অাছি।
- এবার তো যেতে পারি
দুজনে হেসে উঠলাম। শুরু অারেক নতুন
ভালোবাসার।
(ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

লেখক : Ab de Rahul

No comments:

Post a Comment