Saturday, July 23, 2016

---beloved (sigarets)---

---beloved (sigarets)---

Girl....-তুমি সিগারেট খাওয়া ছাড়বা?
Boy...-না!
Girl. .-ঠিক আছে আমাকে আর ফোন দিবা না।
Boy..-মিম প্লিজ শোনো?
Girl. ..-কি?
Boy.. -আগে সারাদিনে প্রায় 6টা যেত এখন 1টা
খাই।
Girl.. -রায়হান তুমি কি বল্লা?
Boy...-কি বল্লাম?
Girl. .-ছয়য়য়য়য়টা খাইতা?
Boy....-হে।
Girl. ..-তুমি এখনই ফোন রাখ।
Boy....-প্লিজ প্লিজ
Girl. ..-কিসের প্লিজ?
Boy...-জানটুগুলটু এমন করে না আমি সিগারেট
খাওয়া
কমিয়ে
দিব সত্যি।
Girl..-তুমি একবারও বলতেছো না ছেড়ে দিবা।
Boy. .-ঐ তো
-
Boy. ..- হ্যালো
-
কথা শেষ না করেই লাইন কেটে গেল।
মোবাইল
বন্ধ । রায়হানের মন খারাপ খুব।একটা পোস্ট
দিলো
ফেসবুকে
"সবচেয়ে রোমান্টিক মুহূর্ত, যখন একটি ছেলে
সিগারেট মুখে দেয় এবং তার প্রিয়তমা
সিগারেট মুখ
থেকে ছুড়ে ফেলে দিয়ে ঠোঁটে মিষ্টি
স্পর্শ ছুয়ে দেয়""
এরপর দিন মিম কলেজের সামনে গেলেও
মিমের
রাগ কমাতে পারে নি রায়হান। মিমের বাজে
আচরণে
খুব কষ্ট পায়। অবশ্য এটা রায়হানের প্রাপ্য ছিল।
মাথা
পুরো গরম সিগারেট ধরায় রায়হান।
মিম এসে সিগারেট ছুড়ে ফেলে দিয়ে ঠোঁটে
আলতো স্পর্শের ছোঁয়া দেয়! রায়হান পুরো
অবাক!
(এরপর রায়হান আর কোন দিন সিগারেট স্পর্শ
করেনি.......)
সংবিদ্ধিকরন সতর্কিকরণ : ধুমপান করলে
ক্যান্সার হয়।

No comments:

Post a Comment